বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে উগ্রপন্থিদের খোঁজে অভিযান

সন্দেহভাজন ইসলামী উগ্রপন্থিদের খোঁজে পশ্চিম জার্মানির উত্তর রাইনে-ওয়েস্টফালিয়া রাজ্যের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল এ অভিযান চালানো হয় বলে রাজ্যটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। দুইসবার্গ এবং ডর্টমন্ড শহর দুটিতেও অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে যুদ্ধ করার জন্য তরুণদের সংগ্রহ করার চেষ্টায় রত কয়েকজন ধর্মপ্রচারকের খোঁজে এই অভিযান চালানো হয় বলে জার্মানির একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বাকি সবধরনের তথ্যের জন্য কেন্দ্রীয় আইন কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে  যোগাযোগ করতে বলেছেন। তবে তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য বা তথ্য পাওয়া সম্ভব হয়নি। জুলাই থেকে জার্মানিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটিতে উচ্চ সতর্কতা জারি রয়েছে। এএফপি।

সর্বশেষ খবর