বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন তুর্কি সামরিক কর্মকর্তা

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন শুরু করেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এ অবস্থায় নেটো জোটের হয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি অ্যাসাইনমেন্টে কর্মরত এক তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গেল মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার তাকে দেশে ফেরার আদেশ দেওয়ার পর তিনি এ আবেদন জানান বলে জানা গেছে। ব্যর্থ অভ্যুত্থানের অনেক সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। ওই অভ্যুত্থানের পর যুত্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে অবনতি ঘটেছে। এ অবস্থায় এই প্রথম কোনো তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইল। এতে দুই দেশের সম্পর্ক আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর