শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোয় মানবিক বিপর্যয়ের মুখে ত্রাণ পৌঁছাতে রাশিয়ার উদ্যোগ

আলেপ্পোয় মানবিক বিপর্যয়ের মুখে ত্রাণ পৌঁছাতে রাশিয়ার উদ্যোগ

রাশিয়ার সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পো থেকে সামরিক তত্পরতা সাময়িকভাবে প্রত্যাহার করতে যাচ্ছে। চরম মানবিক বিপর্যয়ের মুখে ত্রাণ পৌঁছাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমে জানানো হয়, আলেপ্পোর ধ্বংসযজ্ঞ নিয়ে যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলেছে দেশটির চিকিৎসকরা। সেখানকার ১৫ থেকে ৩৫ জন চিকিৎসক সহায়তা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি দিয়েছেন। খবরে জানা যায়, বুধবার মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে। এ সময় রাশিয়ার সেনাবাহিনী কোনো হামলা চালাবে না। তবে এটা স্পষ্ট না যে সিরিয়ার বিদ্রোহী দলগুলো দিনে তিন ঘণ্টার যুদ্ধবিরতি মেনে নেবে কিনা। জাতিসংঘ কর্মকর্তারা বলছে, আলেপ্পোর বিপর্যস্ত জনগণের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য এটা খুব অল্প সময়। আলেপ্পোতে বিদ্রোহী ও রাশিয়া-সমর্থিত সিরীয় সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিষাক্ত (টক্সিক) গ্যাস হামলা করা হয়েছে বলেও জানা গেছে। স্বাস্থ্য-বিষয়ক কর্মকর্তারা বলছেন, হামলায় চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন। এ অবস্থায় বারাক ওবামার কাছে লেখা এক চিঠিতে আলেপ্পোর চিকিৎসকরা অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র কোনো সক্রিয় ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন। তারা দুর্গতদের জন্য কান্না, সহানুভূতি বা প্রার্থনা চান না বলে জানান। তারা চান উদ্যোগ। প্রমাণ করতে হবে যে তারা সিরিয়ার বন্ধু।  বিবিসি।

সর্বশেষ খবর