শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অ্যাসাঞ্জের সাক্ষাৎকার নিতে পারবেন সুইডিশ কর্তারা

অ্যাসাঞ্জের সাক্ষাৎকার নিতে পারবেন সুইডিশ কর্তারা

ইকুয়েডর বলেছে, লন্ডনে তাদের দূতাবাসে সুইডিশ কর্মকর্তারা জুলিয়ান অ্যাসাঞ্জের সাক্ষাৎকার নিতে পারবেন। উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ ২০১২ সালের জুন থেকে ওই দূতাবাসে অবস্থান করছেন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সুইডিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সরকার ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জুলিয়ানের বিরুদ্ধে ২০১০ সালে ধর্ষণের অভিযোগ আনা হয়। সুইডিশ কৌঁসুলিরা সে বিষয়ে তার সাক্ষাৎকার নিতে চান।

সুইডেনের হাতে সমর্পণের বিরুদ্ধে ব্রিটেনে আইনি সব পথ নিঃশেষ হওয়ার পর অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান (৪৫) ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চান। এএফপি

সর্বশেষ খবর