শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কলেরা মহামারীর জন্য জাতিসংঘের দায় স্বীকার

ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশ হাইতিতে ২০১০ সালে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আর এতে অন্তত দশ হাজার মানুষ মারা যায়। সে সময় দেশটিতে প্রায় ছয় লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল। আর এতদিন পর ওই ঘটনার দায় স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বিষয়টির জন্য নিজের দায় স্বীকার করে নিয়েছে। প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ওই ঘটনায় সংস্থার অবস্থান ছিল ‘নৈতিকভাবে বিবেকবর্জিত এবং আইনত অসমর্থনীয়’। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় বারবারই দাবি করা হয়েছে, এজন্য হাইতিতে কর্মরত জাতিসংঘের নেপালি শান্তিরক্ষী বাহিনীর দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণেই কলেরা আক্রান্ত নেপালি সেনাদের মাধ্যমে হাইতিতে কলেরার জীবাণু ছড়িয়ে পড়ে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটির পয়ঃনিষ্কাশন পাইপ ফেটে হাইতিতে কলেরা ছড়িয়ে পডেছিল বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু জাতিসংঘ বরাবরই তা অস্বীকার করে এসেছে। এছাড়া এ নিয়ে সংস্থার নিজস্ব কোনো পর্যবেক্ষণও এতদিন জানা যায়নি। যদিও জাতিসংঘ এখনো আইনগত জায়গায় নিজের অবস্থান পরিবর্তন করেনি যেখানে বলা হচ্ছে, ১৯৪৭ সালের জাতিসংঘ চার্টার অনুযায়ী সব ধরনের দায় থেকে জাতিসংঘ মুক্ত হওয়ায়, সংস্থাটি মৃতদের পরিবারগুলোকে কোনোরকম ক্ষতিপূরণ দেবে না। বিবিসি।

সর্বশেষ খবর