শিরোনাম
সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘কাশ্মীরে অস্থিরতার জন্য পাকিস্তান দায়ী’

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি। এ পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানকে দায়ী করেন। গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির নিহতের পর থেকে কাশ্মীরে টানা কারফিউ চলছে। এ পরিস্থিতিতে গতকাল জম্মুতে বিজেপির তিরঙ্গা যাত্রা অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের কঠোর মনোভাবের কথাই তুলে ধরেন। জেটলি বলেন ‘কাশ্মীরে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি।

সর্বশেষ খবর