বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইইউর ঐক্যের পক্ষে জার্মানি ফ্রান্স ইতালি

ইইউর ঐক্যের পক্ষে জার্মানি ফ্রান্স ইতালি

ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। ইউরোপে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সমুন্নত করারও ঘোষণা দিয়েছেন। সোমবার ইতালির নেপলসে এক বৈঠকে ইইউয়ের ঐক্যের ব্যাপারে ওই প্রতিশ্রুতি দেন।

তারা আরও বলেছেন, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ব্রেক্সিট পরবর্তী করণীয় নিয়ে এই তিন নেতা ওই বৈঠক করলেন। তারা বললেন, ইউরোপকে ব্রেক্সিটের পর অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। আগামী মাসে স্লোভাকিয়ার ইইউয়ের ভবিষ্যৎ নিয়ে সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে এ বৈঠককে ওয়ার্মআপ বলে অ্যাখ্যায়িত করা হয়েছে। ব্রেক্সিট গণভোটের পর অনেকে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন  শেষ হয়ে গেছে। কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন এ তিন নেতা। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির আমন্ত্রণে ওই তিন নেতার বৈঠকটি হয় ইতালির যুদ্ধবিমান বহনকারী জাহাজ গাড়িবালদির ওপর। এ সময় তারা অভ্যন্তরীণ ও বহিঃনিরাপত্তা উন্নত করার পক্ষে সবাই সমর্থন ব্যক্ত করেন। সমুদ্রের উপর ভাসমান ওই জাহাজের ডেকে দাঁড়িয়ে ইতালির প্রধানমন্ত্রী জোর গলায় বলেন, বৃটিশ নাগরিকরা  যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা নতুন একটি অধ্যায় রচনা করতে চাই। ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদে বলেন, ইউরোপীয় ইউনিয়নকে সামনে এগিয়ে নিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরালো করা হবে। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল স্বীকার করেন ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বিপুল চ্যালেঞ্জ  মোকাবিলা করছে। আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর