শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে প্রাণঘাতী অস্ত্রের বিকল্প খোঁজা হচ্ছে : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরে বিক্ষোভকারীদের হঠাতে আগামী কয়েক দিনের মধ্যে নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত পেলেটগানের বিকল্প ব্যবস্থা ভাবা হচ্ছে। কাশ্মীরে গিয়ে এ কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘পেলেনগানের বিকল্প হিসেবে অন্য অস্ত্র ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটিও গড়া হয়েছে। এরপর পেলেটগানের বিকল্প ব্যবস্থা সম্পর্কে আমরা আপনাদের জানাতে পারব।’ ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বিক্ষোভকারীদের থামাতে নিরাপত্তাবাহিনীর নয়া অস্ত্র ‘পেলেটস’। ২০১০ সালে নন লিথাল ওয়েপন হিসেবে এ অস্ত্রটির ব্যবহার শুরু করেন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী সিআরপিএফ ও রাজ্য পুলিশের সদস্যরা। সে সময় বিক্ষোভকারীদের হঠাতে যে অস্ত্র ব্যবহার করা হতো এখন সেটাই প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি (২১) নিহত হওয়ার পর কাশ্মীরে টানা ৪৮ দিন ধরে চলা বিক্ষোভে এখনো বিপর্যস্ত জনজীবন।

সর্বশেষ খবর