শিরোনাম
শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বলিভিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করেছেন খনিশ্রমিকরা

বলিভিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর দেশটির ধর্মঘটী খনিশ্রমিকরা হত্যা করেছেন। বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে লা পাজের দক্ষিণে পানদুরোতে সড়ক বন্ধ করে দিয়ে উপস্বরাষ্ট্রমন্ত্রী রোদোলফো ইয়ানেস ও তার দেহরক্ষীকে অপহরণ করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, সব ধরনের লক্ষণ দেখে এটাই প্রতীয়মান হচ্ছে ইয়ানেস ‘কাপুরুষোচিত ও পাশবিক’ হামলায় খুন হয়েছেন। ওই সময় পুলিশের সঙ্গে খনিশ্রমিকদের সংঘর্ষে পুলিশের গুলিতে দুই শ্রমিকও নিহত হন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইয়ানেস মারধরের কারণে মারা যান বলে প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরার উদ্ধৃতি দিয়ে লা রাজন সংবাদপত্র জানিয়েছে। ওই সময় ইয়ানেসের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় ইতিমধ্যে শতাধিক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। ফেরেইরা আরও বলেন, ইয়ানেসের মৃত্যুতে প্রেসিডেন্ট ইভো মোরালেস গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। অপহৃত হওয়ার অবস্থায় উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়ানেস বলিভিয়ার রেডিওকে বলেছিলেন, নয়া আইন নিয়ে খনিশ্রমিকদের সঙ্গে সরকারের সমঝোতাই তার মুক্তির শর্ত। মঙ্গলবার থেকে খনিশ্রমিকরা পানদুরোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

দেশটির ন্যাশনাল ফেডারেশন অব মাইনিং কো-অপারেটিভস একসময় প্রেসিডেন্ট মোরালেসের ঘনিষ্ঠ মিত্র ছিল। এএফপি।

সর্বশেষ খবর