শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

ইতালির ভূমিকম্প আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ওই এলাকা পুনর্গঠনে ৫ কোটি ইউরোর প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২৫০ জনের। আহত হয়েছে ৩৬৫ জন। টানা দ্বিতীয় রাতের মতো ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কাজ চলছে। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে। প্রায় ৫ হাজার উদ্ধারকারী সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে শ শ আফটারশক উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এদিকে শহর পুনর্গঠনের জন্য অর্থ বরাদ্দ ছাড়াও, প্রধানমন্ত্রী বাসিন্দাদের কর মওকুফ করে দিয়েছেন। পাশাপাশি তিনি ‘ইতালিয়ান হোমস’ নামে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। ভূমিকমপ আক্রান্ত এলাকায় দুর্বল ভবন ধসে পড়েছে বেশি। এ নিয়ে দেশটিতে অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। তবে তিনি এ-ও বললেন, শতভাগ ভূমিকম্পরোধী ভবন বানাতে পারবে ইতালি, এমনটা ভাবা অযৌক্তিক। ইতালিয়ান গণমাধ্যমে ভূমিকম্প্রের উচ্চঝুঁকিতে থাকা এলাকার ভবনগুলোর মান নিয়ে তীব্র সমালোচনা চলছে। সর্বশেষ এ ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে, সেগুলোর কয়েকটির কদিন আগেই সংস্কার করা হয়। ইতালিতে ভূমিকম্পরোধী ভবন নির্মাণের নীতিমালা রয়েছে। কিন্তু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এমন শহরগুলোতে এ নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতা নেই। এমনকি নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও নয়। বিবিসি।

সর্বশেষ খবর