শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

খোঁজ পৃথিবীর যমজের!

খোঁজ পৃথিবীর যমজের!

পৃথিবীর মতো দেখতে প্রক্সিমা সেন্টারাই—নাসা

গ্রহগুলোর মধ্যে পৃথিবী অন্য রকম, কারণ এখানে প্রাণের অস্তিত্ব আছে। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে গবেষণার শেষ সেই। এবার হয়তো প্রাণের অস্তিত্ব আছে এমন একটি গ্রহের সন্ধান মিলল। কারণ সন্ধান পাওয়া ওই গ্রহটি দেখতে একেবারে পৃথিবীর মতো। বলা হচ্ছে, ‘পৃথিবীর যমজ ভাই’। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, আমাদের সৌরমণ্ডলের সীমান্ত পেরুলেই যে অন্য একটি সৌরমণ্ডলের ‘বাড়ির ত্রিসীমানা’ শুরু হয়ে যায়, তার নাম ‘আলফা সেনটাওরি’। এই সৌরমণ্ডলে আবার রয়েছে তিনটি নক্ষত্র, আমাদের সূর্যের মতো। ‘আলফা সেনটাওরি-এ’, ‘আলফা সেনটাওরি-বি’ আর ‘প্রক্সিমা সেন্টারাই’। এই প্রথম জানা গেল, সেই সূর্যগুলোর একটির এক ঘনিষ্ঠ ‘অনুচর’ও রয়েছে! সেই ‘অনুচর’টি তার একটি গ্রহ। যার নাম ‘প্রক্সিমা সেন্টারাই-বি’। এই ভিনগ্রহটি অনেকটাই আমাদের বাসযোগ্য গ্রহ পৃথিবীর মতোই। আর সেই ভিনগ্রহটা রয়েছে ওই সৌরমণ্ডলের এমন একটা জায়গায়, যেখানে প্রাণ সৃষ্টির সহায়ক পরিবেশ না থাকলেই অবাক হতে হবে বেশি। দক্ষিণ আমেরিকায় চিলির লা সিলায় ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির সাড়ে তিন মিটার ব্যাসের টেলিস্কোপের নজরেই প্রথম ধরা পড়েছে আমাদের প্রতিবেশীর ঘরের অন্দরে লুকিয়ে থাকা এই ‘গ্রহের। বিজ্ঞান-জার্নাল ‘নেচার’-এর গত পরশু সংখ্যায় ছাপা হয়েছে সেই আবিষ্কারের খবর। কেপলার স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০টি ভিনগ্রহ আবিষ্কার করেছে। তার মধ্যে প্রক্সিমা সেন্টারাই-বি ভিন গ্রহটিই রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর