শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তুরস্কে পুলিশ ভবনের বাইরে হামলা, নিহত ৯

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিজরা শহরে পুলিশ ভবনের বাইরে গতকাল গাড়িবোমা হামলায় কমপক্ষে নয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। হামলার জন্য দেশটির নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে সরকারি সংবাদ সংস্থা আনাদোলু। পুলিশ ভবন থেকে ৫০ মিটার দূরে একটি নিয়ন্ত্রণ ফাঁড়িতে গাড়িবোমা হামলা হয়। হামলায় পুলিশ সদর দফতর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, হামলায় কমপক্ষে নয় পুলিশ সদস্য নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক লোক ও পুলিশের সংখ্যা জানা যায়নি। টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে এএফপি বলছে, ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও ২টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পুলিশ ভবনটির বেশ কয়েক জায়গায় আগুন জ্বলছে। তুরস্কের বিরুদ্ধে পিকেকে ১৯৮৪ সালে প্রথম অস্ত্র হাতে তুলে নেয়। তখন থেকে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। ১৫ জুলাই দেশটির প্রেসিডেন্ট এরদোগানকে সরাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর গত সপ্তাহে হামলা চালায় পিকেকে। এএফপি।

সর্বশেষ খবর