শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অরুণাচলে ব্রহ্মস মোতায়েন নিয়ে ফের নিন্দা চীনের

কলকাতা প্রতিনিধি

ভারতের অরুণাচল সীমান্তে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ‘বিপুল’ সম্ভার নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে চীনের। দিন কয়েক আগেই চীনা সেনাবাহিনী ভারতের এই পদক্ষেপের সমালোচনা করে ছিল। বৃহস্পতিবার ফের বিষয়টি নিয়ে মুখ খুলল চীন। এবার সেনাবাহিনী নয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে ব্রহ্মস মোতায়েন ইস্যুতে। ভারত শান্তি এবং সুস্থিতির পথ বেছে নেওয়ার বদলে উল্টো রাস্তায় হাঁটবে না বলেই চীন মন্তব্য করেছে। ভারতের কোনো সামরিক পদক্ষেপ নিয়ে চীন এর আগে কখনো এত উদ্বেগ দেখায়নি। কিন্তু অরুণাচল প্রদেশে এলএসি (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) বরাবর ভারত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস মোতায়েন করতে শুরু করায় চীন বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না।  আত্মরক্ষার জন্য যতগুলো ব্রহ্মস মোতায়েন  প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি রাখছে। ইউনান এবং তিব্বতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলেও চীনা সেনার মুখপত্রে লেখা হয়। এবার বিষয়টি নিয়ে বিবৃতি দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় সেনাবাহিনী অবশ্য আগেই জানিয়েছে, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশের কোনো অংশে সামরিক পরিকাঠামো কীভাবে বাড়ানো হবে, তা ভারতই স্থির করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের পরামর্শ ভারত শুনবে না।

সর্বশেষ খবর