শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হাজী আলি দরগায় ঢুকতে পারবেন নারীরা

কলকাতা প্রতিনিধি

এবার থেকে মুম্বাইয়ের হাজী আলি দরগার ভেতরে নারীরাও প্রবেশ করতে পারবেন। গতকাল মুম্বাইয়ের উচ্চ আদালত এই রায় দেয়। দরগা কর্তৃপক্ষকে দরগায় নারীদেরও ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মুসলিম দরগায় নারীদের প্রবেশের ব্যাপারে বেশকিছু জায়গায় কড়াকড়ি করা হয়। ২০১২ সালের জুন মাসে হাজী আলি দরগা কর্তৃপক্ষ দরগার ভেতরে মহিলাদের ঢোকা বন্ধ করে দেয়। এরপর মুম্বাই আদালতে রিট হয়। গতকাল হাইকোর্ট জানিয়ে দেয়, ‘দরগা কর্তৃপক্ষের জারি করা ফতোয়া সম্পূর্ণ বেআইনি’। এ ব্যাপারে মহারাষ্ট্র রাজ্য সরকার ও হাজী আলি দরগা কর্তৃপক্ষকে দরগায় নারীদের প্রবেশের ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার বিষয়টিকে দেখার নির্দেশ দিয়েছে।

মামলাকারী জাকিয়া সোমান জানান, ‘মুসলিম নারীদের জন্য এটা সত্যিই ন্যায় বিচার হয়েছে।’ সমাজকর্মী ত্রাপ্তি দেশাই এ রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।

হাজী আলি দরগায় রয়েছে এক সুফি সাধকের সমাধি। প্রতিদিন বহু মানুষ ওই দরগায় ?যান। দরগা কর্তৃপক্ষের বক্তব্য ছিল, কোনো পুরুষ সাধকের সমাধির কাছে কোনো নারী যেতে পারেন না।

সর্বশেষ খবর