বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

বিশ্লেষকদের মত চীনের আধিপত্য রোধ করা

ভারতের সামরিক বাহিনীর স্থল, নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। একইভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমন ঘাঁটি ব্যবহার করতে পারবে ভারত। মূলত মেরামত ও বিভিন্ন রসদ সরবরাহের প্রয়োজনে এ ঘাঁটি ব্যবহার করা হবে। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতাবিষয়ক এক সমঝোতা স্মারকে এ কথা বলা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়,  সোমবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তির সমঝোতা (এলইএমওএ) স্মারক স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, সামরিক বাহিনীর ঘাঁটি ও অন্যান্য সম্পদ অপর দেশ ব্যবহারের সুযোগ পাবে। তবে এর মানে এই নয়, ভারতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করতে পারবে। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দুই প্রতিরক্ষামন্ত্রী। ওই সম্মেলনে এলইএমওএকে স্বাগত জানান তারা।  সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে যৌথ অভিযানের ক্ষেত্রে সহযোগিতা আরও সহজ ও কার্যকর হবে। আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেন, এই সমঝোতার ফলে যৌথ অভিযান বা মহড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের  নৌবাহিনী  সহজেই একে অপরের সহযোগিতা করতে পারবে। বিশ্লেষকদের মতে, সমুদ্রে চীনের এগিয়ে যাওয়া রুখতে ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার সম্পর্কের পথে সমঝোতা স্মারক স্বাক্ষর আরেকটি ধাপ। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর