বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে ৫২ দিন পর উঠল কারফিউ

কলকাতা প্রতিনিধি

অবশেষে ৫২ দিনের মাথায় কারফিউ উঠল কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে। এখন ভারত সরকার সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার চিন্তা করছে। এ জন্য আগামী ৪ সেপ্টেম্বর সব দলের প্রতিনিধিদের নিয়ে কাশ্মীর যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতারাও যাতে আলোচনায় বসতে পারে এ জন্য চেষ্টা শুরু করেছে প্রশাসন। কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও হুরিয়ত নেতাদের সঙ্গেও কথা বলবেন সর্বদলীয় প্রতিনিধিদের কয়েক জন। কিন্তু এরই মধ্যে এনআইএ হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানির ছেলে নইমকে গ্রেফতারি পরোয়ানা পাঠানোয় নতুন ঝামেলা শুরু হয়েছে।

সর্বশেষ খবর