Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ আগস্ট, ২০১৬ ২৩:০৩
শীর্ষ আইএস নেতা আদনানি নিহত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় নেতা আবু মোহাম্মদ আল-আদনানি সিরিয়ায় নিহত হয়েছেন। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ গতকাল এই তথ্য জানিয়েছে। খবরে জানানো হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা সবচেয়ে আলোচিত এই আইএস নেতা সিরিয়ার আলেপ্পো প্রদেশে নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর  পেন্টাগন বলছে, তারা আল বাব শহরের কাছে আদনানিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল। ওই হামলায় আদনানি নিহত হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। আমাক নিউজ বলছে, আলেপ্পোতে প্রতিরোধ যুদ্ধের সময় আদনানি নিহত হয়েছেন। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow