মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছে মার্কিনিরা : ওবামা

ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছে  মার্কিনিরা : ওবামা

মুখোমুখি ; ওবামা-পুতিনমুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনে জি২০ সম্মেলনের এক ফাঁকে গতকাল তারা কথা বলেন। বৈরী দুই পরাশক্তি দেশের প্রধানের কী নিয়ে আলাপ হলো? চোখ ছিল সবার। ছবি : এএফপি

মার্কিন নির্বাচনের আর মাস দুয়েক বাকি। এর মধ্যে প্রেসিডেন্ট হিসেবে চীনে শেষ রাষ্ট্রীয় সফর করছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। এই সফরের আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, মার্কিনি বিশেষ করে তরুণ সম্প্রদায় রিপাবলিকান প্রার্থী  ট্রাম্পের অবস্থান বা দৃষ্টিভঙ্গি ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে। সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) নির্দিষ্ট কিছু মানুষের কাছে বিশেষ করে যারা দ্রুত জনতাত্ত্বিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন নিয়ে চিন্তিত তাদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম হয়েছেন। কিন্তু তারা আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি তরুণ সম্প্রদায় এবং আমেরিকার পরবর্তী প্রজন্মের সঙ্গে কথা বলেন তবে বুঝতে পারবেন, তিনি (ট্রাম্প) যে ধরনের অবস্থান নিয়েছেন তারা (তরুণ প্রজন্ম) তা প্রত্যাখ্যান করেছে।’ চীন সফর শুরুর আগে ওবামার ওই সাক্ষাৎকার ধারণ করা হয়েছিল। এদিকে নির্বাচনে ট্রাম্প পরাজিত হবেন বলে মনে করেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনি। সিটিভির ‘কোয়েশ্চেন পিরিয়ড’ নামের রাজনৈতিক সংলাপ বিষয়ক শোতে মালরোনি এ মন্তব্য করেন। এএফপি

সর্বশেষ খবর