মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক

চুক্তি ছাড়াই শেষ আলোচনা

সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গতকাল চীনে ওই দুই মন্ত্রীর বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংঝুতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে কেরি ও ল্যাভরভ বৈঠক করেন। তত্ক্ষণাৎ তাদের বৈঠকের বিস্তারিত জানা যায়নি। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কেরি ও ল্যাভরভ সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলেন। এর আগে ২৬ আগস্ট দুই নেতা জেনেভায় বৈঠক করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর