বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সেদেশেরে বৌদ্ধরা। বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সংঘাতের সমাধান খুঁজে পেতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে গঠন করা পরামর্শক কমিশনের বিরুদ্ধে তারা এ বিক্ষোভ দেখায়। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটি দেশটির নেত্রী অং সান সু চির মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে। গত বছর সু চির দল এনএলডি নির্বাচিত হওয়ার পর রোহিঙ্গা ইস্যুটি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি পথ খুঁজতে কফি আনানকে প্রধান করে নয় সদস্যের একটি কমিশন গঠন করেছেন সু চি। গতকাল রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়িতে দুদিনের সফরে যান আনান। এর আগেই বিক্ষোভকারীরা বিমানবন্দরে অবস্থান নেয়। আলজাজিরা।

সর্বশেষ খবর