Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৩
লাওসে আসিয়ান সম্মেলন শুরু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে গতকাল থেকে শুরু হয়েছে এশিয়ার অন্যতম প্রভাবশালী আসিয়ানের তিন দিনব্যাপী ২৮তম সম্মেলন। লাওসের ন্যাশনাল কনভেনশন সেন্টারে এবারের সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা ‘আসিয়ান কমিউনিটি ব্লুপ্রিন্ট ২০২৫’ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা শুরু করেছেন। এ ছাড়া সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্কোন্নয়ন এবং এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে সম্মেলনে কথা বলবেন বলে জানা গেছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া ও ভারতের মতো দেশগুলো অংশ নিচ্ছে। বৈঠকে আঞ্চলিক সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করবেন সংগঠনের নেতারা। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow