Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪২
দ. চীন সাগর ইস্যু
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না চীন

দক্ষিণ চীন সাগর নিয়ে চলমান সংকট সমাধানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং। এ জন্য বেইজিং চায়— দক্ষিণ চীন সাগরের বিতর্ক থেকে আমেরিকা দূরে থাকুক এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ না করুক।

বুধবার এ বিষয়ে নতুন এক বিবৃতি প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্যদের সঙ্গে মিলে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই চীন এ সমস্যার সঠিক সমাধান করতে চায়। এ বিবৃতিতে লি কেকিয়াং হস্তক্ষেপের বিষয়ে যদিও সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তিনি মূলত ওয়াশিংটনের কথাই বলেছেন। এর আগেও দক্ষিণ চীন ইস্যুতে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে চীন বহুবার অভিযোগ করেছে। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow