শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

গ্যাস সিলিন্ডারে মদ পাচার

ভারতের বিহার রাজ্যে পয়লা এপ্রিল থেকে মদ নিষিদ্ধ, কিন্তু তাই বলে মদ্যপান যেমন পুরোপুরি বন্ধ হয়নি, তেমনই চলছে চোরাকারবারও। পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে চোরাইপথে মদ নিয়ে আসার নিত্যনতুন পদ্ধতি বের করছে পাচারকারীরা। ঝাড়খন্ড রাজ্য থেকে দেশি মদ একটা গ্যাসের খালি সিলিন্ডারে ভরে নিয়ে আসছিল দুজন পাচারকারী। নওয়াদা জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে তারা। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের নিচের অংশটা কেটে ফেলা হয়েছিল প্রথমে, তারপর ফাঁকা সিলিন্ডারে ১৪৫টি মদের পাউচ ভরে আবারও নিচের ধাতব অংশটা লাগিয়ে রাখা হয়েছিল। সাইকেলের কেরিয়ারে চাপিয়ে যেভাবে গ্রামাঞ্চলের গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হয়, সেভাবেই পাড়ি দিয়েছিল দুই পাচারকারী। তবে সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে সত্যটা।

সর্বশেষ খবর