রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার কথিত বৃহত্তম পারমাণবিক পরীক্ষার জেরে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যম জানিয়েছে । এ নিয়ে আন্তর্জাতিক সমপ্রদায় থেকে বিচ্ছিন্ন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে। ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষার পর প্রথমবারের মতো দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ। নিষেধাজ্ঞা সত্বেও এ নিয়ে চলতি বছর দুটি পারমাণবিক পরীক্ষা চালাল দেশটি। শুক্রবার দেশটির জাতীয় দিবসে পঞ্চম পারমাণবিক বিস্ফোরণটি ঘটানো হয়। এক বিবৃতিতে ভূগর্ভস্থ এই পরীক্ষাটির কথা ঘোষণা করার সময় উত্তর কোরিয়া ‘একটি সার্বভৌম দেশের আত্মরক্ষার অধিকার চর্চা’ অস্বীকার করার জন্য ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শত্রু বাহিনীর হুমকি ও নিষেধাজ্ঞার’ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে। বিবিসি।

সর্বশেষ খবর