শিরোনাম
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্মত

কয়েক বছর ধরে সিরিয়ায় চলে আসা সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে। দীর্ঘ আলোচনার পর জেনেভায় এ দুটি পক্ষ একমত হলো। এ দুই দেশ ঐকমত্যে পৌঁছানোর পর যৌথ ঘোষণায় বলেছে, আগামীকাল সূর্যাস্তের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী হামলা চালানো থেকে বিরত থাকবে। এ ছাড়া আইএস ও আল-নুসরা ফ্রন্ট প্রতিরোধে যৌথ সেন্টার স্থাপন করবে। সেই সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কোনো ধরনের হামলা চালাবে না। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে আলোচনার পর এ ঐকমত্য প্রতিষ্ঠা হয়। আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি সিরিয়া সরকারের উদ্দেশে বলেন, আশা করি, সরকার গুরুত্ব দিয়ে দেশটি এই ঐকমত্য মনে চলবে। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, সিরিয়ার সরকারকে এ ঐকমত্যের বিষয়ে জানানো হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর