সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পিয়ংইয়ং উড়িয়ে দেওয়ার হুমকি দ. কোরিয়ার

পারমাণবিক বোমা হামলার পাঁয়তারা চালালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং উড়িয়ে দেওয়ার হুমকি  দক্ষিণ কোরিয়ার। সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, পরমাণু ক্ষেপণাস্ত্র ও বিধ্বংসী গোলা হামলা চালিয়ে পিয়ংইয়ংয়ের প্রতিটি অংশ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। গণমাধ্যমের  খবরে গতকাল এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ  কোরিয়া সরকারের সঙ্গে সংবাদসংস্থা ইয়োনহ্যাপ ঘনিষ্টভাবে সম্পৃক্ত এবং এটি সরকারি অর্থায়নে পরিচালিত হয়। শুক্রবার উত্তর কোরিয়া পঞ্চম ও শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সমপ্রদায় উত্তর  কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিজেরাই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাপান ও দক্ষিণ কোরিয়া দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। পিয়ংইয়ং এর জবাবে বলেছে, ‘অনর্থক নিষেধাজ্ঞার হুমিক ... খুবই হাস্যকর।’ বিবিসি।

সর্বশেষ খবর