সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

চা-বিস্কুট খেয়েই ৭০ বছর

চা-বিস্কুট খেয়েই ৭০ বছর

খাবার বলতে শুধু চা আর বিস্কুট। মাঝে মাঝে একটু কমলালেবু। টানা ৭০ বছর এ নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। কোনো রোগও নেই তার। বরং জীবনে ১০০ বছরের মাইলস্টোন ছুঁয়েও যে নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি, তাতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ভারতের আসাম প্রদেশের অরুণা মুখোপাধ্যায় সত্যিই যেন এক জীবন্ত বিস্ময়। প্রতিটি কাজে তিনি চমকে দেন সবাইকে। যেমন ১০০ বছর পেরিয়েও তিনি পরিকল্পনা নিয়েছেন একটি বৃদ্ধাশ্রম চালু করার। শুধু তাই নয়, তিনি নিজেই যে সেটা চালাবেন এমনটাও জানিয়ে দিয়েছেন। এতেই বোঝা যায় তার মনের জোর কতখানি। তবে এটুকু তো কিছুই নয়। আসল মনের  জোরের পরিচয় যেন তিনি দিয়েছেন তার খাদ্যাভ্যাসেই। এই যে টানা ৭০ বছর শুধু চা-বিস্কুট খেয়েই দিন পার করেছেন অরুণা, তার নেপথ্যে রয়ে গেছে এক মর্মস্পর্শী কারণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর