Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৫
শিরশ্ছেদ করে আইএসের ঈদ!

মানুষের শিরশ্ছেদ করে ঈদুল আজহা উদযাপন করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)! ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, শিরশ্ছেদ করেই তারা ক্ষান্ত হচ্ছে না, দেহগুলো কুটি কুটি করে কাটছে। ভয়ঙ্কর! আইএসের হাতে বন্দী এমন কয়েকজনকে ঈদুল আজহা উপলক্ষে শিরশ্ছেদ করা হয়েছে। জবাইয়ের পর পশু যেমন ঝুলিয়ে রাখা হয়, তেমনি তাদেরও ঝুলিয়ে রাখা হয়। পরে তাদের কুচি কুচি করে কাটা হয়। সিরিয়ার উত্তর-পূর্ব দের এজ-জোর শহরে এ কাজ করেছে আইএস। যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়। ভিডিওতে দেখানো হয়েছে, ভেড়ার মতো কীভাবে মানুষদের জবাই করা হচ্ছে। তাদের হাড়হাড্ডি কেটে টুকরা টুকরা করা হচ্ছে!

ইরাকে আইএসের রাসায়নিক অস্ত্রভাণ্ডারে হামলা : ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাসায়নিক অস্ত্রভাণ্ডারে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুদিন আগে দেশটির বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি হ্যারিংটন এ কথা জানান। জেফরি হ্যারিংটন জানান, অস্ত্রভাণ্ডারে আঘাতের জন্য ১২টি বিমান ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত জানি না, কী ধরনের রাসায়নিক সেখানে ছিল।’ অস্ত্রভাণ্ডারটি আগে ওষুধ কারখানা ছিল। গত মাসে অভিযোগ ওঠে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও আইএসের লোকজন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। জাতিসংঘ-সমর্থিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এএফপি

এই পাতার আরো খবর
up-arrow