শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আদিমানব লুসি মারা যান কীভাবে

আদিমানব লুসি মারা যান কীভাবে

আমাদের পূর্বপুরুষের মধ্যে আদিমতম একজন মানুষ, বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন লুসি, তিনি ওপর থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই পূর্বপুরুষের মৃতদেহ জীবাশ্মের আকারে সংরক্ষণ করে রাখা আছে। এখন সিটিস্ক্যান করে দেখা যাচ্ছে, আধুনিক কালে কোনো মানুষ ওপর থেকে পড়ে গেলে তার শরীরের হাড় যেভাবে ভেঙে যায়, সেই একইভাবে লুসিরও হাড় ভেঙে গিয়েছিল। ওই জীবাশ্মের বয়স ৩২ লাখ বছর। সংরক্ষণ করে রাখা আছে ইথিওপিয়ায়। নতুন গবেষণা থেকে ধারণা করা যায়, লুসিরা হয়তো গাছের ওপরই বসবাস করতেন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে এ খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, লুসির কাঁধের হাড়, গোড়ালি, পা, বুকের পাঁজর, চোয়াল, মেরুদণ্ড, মাথার খুলি ভেঙে গেছে। আর এর কারণ ওপর থেকে পড়া। বিবিসি।

 প্রধান গবেষক টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন ক্যাপেলমান বলেছেন, ‘আমরা দেখিনি লুসি কীভাবে মারা গেছেন। কিন্তু তার শরীরের হাড় যেখানে যেখানে ও যেভাবে ভেঙে গেছে, মানুষ ওপর থেকে নিচে পড়ে গেলে তার হাড়ও সেভাবেই ভেঙে যায়।’ আর সে কারণে বিজ্ঞানীদের ধারণা লুসি হয়তো গাছেই বসবাস করতেন। বিবিসি।

সর্বশেষ খবর