শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কেক কেটে ঈদুল আজহা

কলকাতা প্রতিনিধি

পশু জবাই দিয়ে নয়, কেক কেটে ঈদুল আজহা উদ্যাপন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মুসলিম শাখা সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’। লখনৌয়ের আওয়াধে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এবার কোনো পশু কোরবানি না দিয়ে তার বদলে কেক কেটে ঈদ করার সিদ্ধান্ত নেয়। সেই মতো  ঈদের দিন আওয়াধে সংগঠনের শাখা কার্যালয়ে ৫ কিলোগ্রাম ওজনের একটি কেক কাটা হয়। শুধু তাই নয়, সংগঠনের সদস্যরাও তাদের নিজের বাসায় বিরানি না রান্না করে সেমাই, দই-বড়া দিয়ে তাদের বন্ধু ও পরিবারের স্বজনদের সঙ্গে উৎসবে শামিল হন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আওয়াধ শাখার আহ্বায়ক রাইস খান বলেন, ‘আমরা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছিলাম যে জন্মদিনের মতো কেক কেটেও কোরবানির ঈদ করা যায়।

 আমাদের এ উদ্যোগে যদি সাড়া পাওয়া যায়, তবে অন্য প্রান্তেও আমাদের এ উদ্যোগকে ছড়িয়ে দেওয়া হবে।’

সংগঠনের সহ-আহ্বায়ক হাসান কাওসার বলেন, ‘কোরবানির ঈদ উৎসব মানবতার বার্তা ছড়ায়। আমরা মহান আল্লাহর জন্য আমাদের সন্তানদেরও উৎসর্গ করতে পারি কিন্তু কোনো কারণ ছাড়া পশু জবাই দেওয়া এবং এর মাংস খাওয়াটা একেবারেই ঠিক নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর