শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

লোকসভা থেকে কাশ্মীরের এমপির পদত্যাগ

ভারতশাসিত কাশ্মীরে ক্ষমতাসীন পার্টি থেকে নির্বাচিত একজন এমপি নিজ দল ও লোকসভা থেকে পদত্যাগ করেছেন। কাশ্মীরে দুই মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানান হয়েছে। পদত্যাগ করা এমপি তারিক হামিদ কারা সরকারের নীতিকে ‘বর্বর’ আখ্যা দিয়ে নিজের দল পিপল’স ডেমক্র্যাটিক পার্টি রাজ্য সরকারে বিজেপির সঙ্গে জোটভুক্ত থাকারও সমালোচনা করেছেন। চলতি বছরের জুলাইয়ের প্রথমদিকে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়ে। এর পর এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

কাশ্মীরে গণহারে মসজিদ বন্ধ করে দেওয়ায় মুসলিমদের অন্যতম উৎসব ঈদুল-আজহা উদযাপন বাধাগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের তারিক হামিদ কারা বলেন, ‘ইতিহাসে এই প্রথমবারের মতো কাশ্মীরের জনগণ ঈদের নামাজ আদায় করার অনুমতি পায়নি। উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ এমন কী প্রধান মসজিদও বন্ধ করে রাখা হয়েছিল। কাশ্মীরিদের রক্ত এই উপত্যকার দেয়াল, রাস্তা এবং নালায় ছড়িয়ে পড়ছে।’ জনপ্রিয় বিদ্রোহী নেতা ২২ বছর বয়সী বুরহান ওয়ানি সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার পর জুলাইয়ে কাশ্মীরজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।— টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর