শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেলুচিস্তানের পক্ষেই ভারত

কলকাতা প্রতিনিধি

পাকিস্তানের বেলুচিস্তানে যত দিন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন করা বন্ধ না হবে তত দিন এই ইস্যুতে সরব হবে ভারত। এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৩তম অধিবেশনে পাকিস্তানের সমালোচনা করে ভারত জানায়, কাশ্মীরের অশান্ত পরিবেশ সৃষ্টির পেছনে রয়েছে পাকিস্তানের মদদে সীমান্ত সন্ত্রাস। তাদের মাটি থেকেই ভারতের কাশ্মীরে নাশকতা তৈরি করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘের সদর দফতরে ভারতের দূত ও স্থায়ী প্রতিনিধি অজিত কুমার বলেন, পাকিস্তানের ন্যক্কারজনক ট্র্যাক রেকর্ড সবারই জানা। একাধিক দেশ বার বার পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাস, অনুপ্রবেশ বন্ধ এবং সন্ত্রাসের অবকাঠামো ধ্বংসের কথা বলেছে, কিন্তু তারা তা কর্ণপাত করছে না।

নির্বাসিত বালুচ নেতাকে নাগরিকত্ব দিচ্ছে ভারত : সুইজারল্যান্ডে নির্বাসিত এক বালুচ নেতাকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জিও নিউজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারত বালুচ নেতা ব্রাহুমদাগ বুগতি ছাড়াও তার দুই সহযোগী শের মুহাম্মদ বুগতি এবং আজিজুল্লাহ বুগতিকে নাগরিকত্ব দেবে। ব্রাহুমদাগ বালুচ রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রতিষ্ঠাতা। দলটিকে পাকিস্তানি কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করেছে। বিআরপি জানিয়েছে, নরেন্দ্র মোদির সমর্থনের জন্য আমরা প্রকাশ্যেই তাকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে লুকোচুরির কিছু নেই। এ জন্য আমাদের প্রতিপক্ষ কি মনে করল, তা নিয়ে আমরা ভাবছি না।’

সর্বশেষ খবর