শিরোনাম
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ এমএইচ-৩৭০ এর

তানজানিয়া উপকূলের পেম্বা দ্বীপে গত জুন মাসে উদ্ধার হয়েছিল বিমানের ডানার একটি বড় টুকরা। গতকাল মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে, সেটি দুই বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষের অংশ।

গতকাল মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিয়াও তিয়ং লাই এক বিবৃতিতে এই ঘোষণা দেন। কীভাবে এতটা নিশ্চিত হলেন তারা? বিমানের ওই টুকরাটি পরীক্ষার জন্য পাঠান হয়েছিল অস্ট্রেলিয়ায়। সে দেশের তদন্তকারীরা জানান, তানজানিয়া উপকূলের ওই দ্বীপে উদ্ধার হয়েছে বোয়িং বিমানের ডানার একটি ‘আউটবোর্ড ফ্ল্যাপ’-এর অংশ। সেটি বোয়িংয়ের জন্য তৈরি করে একটি সহযোগী সংস্থা। তদন্তকারীরা জানান, ওই আউটবোর্ড ফ্ল্যাপের নম্বরগুলি মিলে যাচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ এর সঙ্গে। সেটিই এমএইচ-৩৭০। ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এমএইচ-৩৭০। কিন্তু কীভাবে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি, সে রহস্যের অবশ্য সমাধান আজও হয়নি। এএফপি

সর্বশেষ খবর