রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ‘অনুপ্রবেশ’

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এক অভিযানে বিমান হামলার সঙ্গে সমন্বয় করার জন্য তুর্কি সীমান্তবর্তী একটি সিরীয় শহরে ঢুকেছিল মার্কিন বাহিনীর একটি অংশ। শুক্রবার আল-রাইয়ে শহরে অনুপ্রবেশের এ ঘটনা ঘটে বলে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছেন। কিন্তু বিদ্রোহীরা শহরটিতে তাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওই পাঁচ-ছয়জন সদস্য শহরটি ছেড়ে চলে যায় বলে জানিয়েছে সূত্রটি। নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে ওই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর  ছোট একটি দল জড়িত। তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীগুলো উত্তর সিরিয়ায় চালানো অভিযানে সমর্থন  যোগাচ্ছে। এএফপি।

সর্বশেষ খবর