মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত দল ইউনাইটেড রাশিয়া। রবিবার ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৯৩ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড রাশিয়া ৫৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ৪৫০টি আসনের মধ্যে তার দল পেয়েছে ৩৪৩টি আসন।

এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউনাইটেড রাশিয়া খুব ভালো ফল অর্জন করেছে। ন্যাশনালিস্ট এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি উভয়েই ১৩ শতাংশ করে ভোট পেয়ে ইউনাইটেড রাশিয়ার পেছনে অবস্থান করছে। ৬ শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে জাস্ট রাশিয়া। অন্যান্য উদারপন্থি বিরোধী দলগুলো পার্টির প্রতিনিধিত্বের তালিকায় থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫ শতাংশ ভোট টানতে ব্যর্থ হয়েছে।

এর আগে বুথ ফেরত একটি জরিপে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে। আরেকটি জনমত জরিপে জানানো হয়েছিল, দলটি ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো ভোট পায়নি। তবে এসব দলের অনেক প্রার্থী নিজ আসনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে পারবেন। ২০১১ সালেও পুতিনের দল বড় ব্যবধানে জয়লাভ করেছিল। অবশ্যই সেই নির্বাচন নিয়ে স্বচ্ছতা তুলে ছিল বিরোধীরা। বিবিসি।

সর্বশেষ খবর