Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪২
কংগ্রেস ছেড়ে তৃণমূলে মানস ভুঁইয়া
দীপক দেবনাথ, কলকাতা

একবুক অভিমান নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নিখিল ভারত জাতীয় কংগ্রেসের বিধায়ক ও দলের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি মানস ভুঁইয়া। গতকাল কলকাতার তৃণমূল ভবনে গিয়ে নাম লেখান মানস। তার সঙ্গেই তৃণমূলে আরও যোগদান করলেন সিনিয়র কংগ্রেস নেতা মোহাম্মদ সোহরাব, পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কনক দেবনাথ, দলের নেতা মনোজ পাণ্ডে, অজিত মজুমদার, অজয় ঘোষসহ আরও কয়েকজন। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। পার্থ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে শামিল হতেই একের পর এক কংগ্রেস নেতা তৃণমূলে যোগদান করছেন।

এই পাতার আরো খবর
up-arrow