Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৩
অন্য খবর
বিস্ময়কর মশাল
বিস্ময়কর মশাল

মশালটিকে ঘিরে মানুষের বিস্ময়ের শেষ নেই। দিনরাত জ্বলছে তো জ্বলছেই। অবিরাম ধারায় পানি পড়লেও নিভে যায় না এই মশাল। মানুষের ধারণা যে দিন পৃথিবী ধ্বংস হবে, সেদিনই হয়তো নিভে যাবে এটি। তাছাড়া ঠিক কবে থেকে এই মশাল জ্বলছে তাও জানে না কেউ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মশালটির যেখানে অবস্থান, তার ঠিক উপরেই রয়েছে একটি ঝরনা। প্রবল বেগে পানি ঝরে পড়েছে। কিন্তু তার নিচেই বছরের পর বছর জ্বলছে এই প্রকৃতির মশাল। নিউইয়র্কের চেস্টনাট রিজ কাউন্টি পার্কে অবস্থিত অদ্ভুত সেই ঝরনাটিকে স্থানীয় বাসিন্দারা দৈব শক্তি হিসেবেই দেখেন। প্রচলিত রয়েছে নানা কাহিনী। ঝরনা আর মশাল দেখতে নিয়মিতই মানুষের ভিড় জমে যায়। ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পার্কের পাথরের তলায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সঞ্চিত রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow