মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তুরস্কে আইএস সন্দেহে ৪০ বিদেশি গ্রেফতার

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪০ জন বিদেশি নাগরিককে আটক করেছে তুরস্কের সন্ত্রাসবিরোধী পুলিশ। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাডুলু জানায়, ইস্তাম্বুলের ২৩টি স্থানে হানা দিয়ে পুলিশ আফগানিস্তান, ইরান, ইরাক এবং আজারবাইজানের ওই নাগরিকদের আটক করে। আটক সন্দেহভাজনদের কেউ কেউ সিরিয়ার সংক্ষুব্ধ অঞ্চলগুলোতে বেশ কয়েকবার যাতায়াত করেছেন।

এক বছর ধরে তুরস্কে আইএস এবং কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। গেল মাস থেকে তুরস্ক সিরিয়ায় আইএসের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান শুরু করে এবং তুর্কি সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়। এএফপি।

সর্বশেষ খবর