বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপর্যয়ে তিন লাখ শিশু : জাতিসংঘ

সোমালিয়ায় খাদ্য সংকট

বিপর্যয়ে তিন লাখ শিশু : জাতিসংঘ

অনাবৃষ্টি, বন্যা ও বাস্তুচ্যুতির কারণে সোমালিয়ার প্রায় ৫০ লাখ মানুষ খাদ্যাভাবে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি বলছে, পাঁচ বছরের কম বয়সী তিন লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং তাদের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। অভাবী এসব মানুষের অধিকাংশই  দেশটিতে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল। দেশটির প্রায় অর্ধেক মানুষ খাদ্য সংকটে আক্রান্ত হওয়ায় গেল ছয় মাসে  দেশটিতে অপুষ্টির মাত্রা বেড়ে গেছে। পর্যাপ্ত খাবার নেই এমন মানুষের সংখ্যা ফেব্রুয়ারির পর থেকে প্রায় তিন লাখ বেড়েছে।

সোমালিয়ার জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়ক পিটার দ্য ক্লার্ক জানিয়েছেন, খাদ্য সংকটে পড়া পরিবারগুলোকে সহায়তা করতে ত্রাণদাতারা সহায়তার পরিমাণ ‘বাড়াতে’ রাজি হয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ‘সোমালিয়া মানবিক সাড়া পরিকল্পনা’ তাদের লক্ষ্যমাত্রার মাত্র ৩২ শতাংশ ত্রাণ সংগ্রহ করতে  পেরেছে। দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে অনাবৃষ্টির কারণে ছয় মাসে ফসলের উৎপাদন অর্ধেক কমে যাওয়াতে সংকট দেখা দেয়। এ ছাড়া সাম্প্রতিক খরার মধ্যে কৃষকেরা অনেক গৃহপালিত পশু হারান। এ বিষয়টিও সংকটে একটি মাত্রা যোগ করেছে। এর মধ্যে প্রতিবেশী কেনিয়ার দাদাব শরণার্থী শিবির বন্ধ করে  দেওয়া হলে সংকট আরও গভীর হবে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। জানুয়ারিতে ত্রাণ সংস্থাগুলো  সোমালিয়ার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ৮৮  কোটি ডলার তহবিল তোলার পরিকল্পনা নেন। কিন্তু এখনো পর্যন্ত অর্ধেক তহবিলও জোগাড় করা যায়নি। বিবিসি।

সর্বশেষ খবর