বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র ঘোষণার বিল

চার মাসের মধ্যে আনুষ্ঠানিক প্রতিবেদন দিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে

মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র ঘোষণার বিল

পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র ঘোষণার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন সে দেশের দুই আইনপ্রণেতা। টেক্সাসের কংগ্রেস সদস্য টেড পো ও ক্যালিফোর্নিয়ার ডানা রোহরাবেকার ওই বিল উত্থাপন করেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান স্টেট স্পন্সর অব টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট নামের ওই বিলটির নম্বর এইচআর ৬০৬৯। এবার উত্থাপিত বিলটি নিয়ে চার মাসের মধ্যে আনুষ্ঠানিক প্রতিবেদন দিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। পাকিস্তান জঙ্গিরাষ্ট্র ঘোষিত হবে কিনা, সে ব্যাপারে দিতে হবে স্পষ্ট মত। পরবর্তী ৩০ দিনে পররাষ্ট্রমন্ত্রী একটি ফলোআপ প্রতিবেদন দেবেন। যেখানে তিনি পাকিস্তানকে আন্তর্জাতিক জঙ্গিবাদের মদদদাতা কিনা, যদি পাকিস্তান জঙ্গিবাদের মদদদাতা হয়েই থাকে তবে কেন তার সব সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা কার্যকর রাখতে পারেনি তা জানাতে হবে।

সর্বশেষ খবর