বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাড়তি নজরদারিতে বিরক্ত মুসলিম জনগোষ্ঠী

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় লাখ খানেক সোমালি বাস করেন। এদের বেশির ভাগই নিজ দেশে সংঘাত আর সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগই মুসলমান। এ সপ্তাহে মিনেসোটায় সোমালি এক ব্যক্তির হামলা চালানোর ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, দেশে মুসলমানদের চালানো সন্ৃ্ত্রাসী হামলা, কীভাবে ঠেকাবে কর্তৃপক্ষ? তাদের ওপর নজরদারি যেমন বাড়ছে, তেমনি আলাদা কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে, এই সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষা-সচেতনতা বাড়ে এবং হতাশাবোধ না বাড়ে। কিন্তু কর্তৃপক্ষের এ ধরনের কর্মকাণ্ডে বেশ বিরক্ত সেখানকার স্থানীয় লোকজন। স্থানীয় সংগঠক বুরহান মাহমুদ কর্তৃপক্ষের নেওয়া নতুন উদ্যোগের কঠোর সমালোচনা করেন। বিবিসি

সর্বশেষ খবর