শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা

কৃষ্ণাঙ্গ হত্যার জের

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জের ধরে সৃষ্ট  গোলযোগের পরিপ্রেক্ষিতে শার্লটে জরুরি অবস্থা জারি করা হয়। শার্লটে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর  জেরে সেখানে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলে। উদ্ভূত পরিস্থিতিতে নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাকক্রোরি শার্লটে জরুরি অবস্থা ঘোষণা দেন।

নর্থ ক্যারোলাইনার গভর্নর এক বিবৃতিতে বলেন, জানমালের প্রতি  কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। গত মঙ্গলবার সন্ধ্যায় কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পর শার্লটের সড়কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা বাড়ি-ঘর, যানবাহনে ইটপাটকেল ছুড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কর্তৃপক্ষের ভাষ্য, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন। তারা বোতল ছুড়েছেন, আগুন দিয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে। বিক্ষোভ চলাকালে গুলির ঘটনাও ঘটেছে। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর