শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ব্রেক্সিট পরবর্তী ব্রিটিশ রাজনীতি

করবিনের চেয়ে মে’র ওপর বেশি আস্থা বিলেতিদের

ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে লেবার দলের নেতা জেরেমি করবিনের চেয়ে কনজারবেটিভ নেতা ও প্রধানমন্ত্রী তেরেসা মে’র প্রতি বেশি আস্থা রাখেন ব্রিটিশরা। বিশেষ করে জাতীয় স্বাস্থ্য নীতি সুরক্ষা, অভিবাসন কমিয়ে আনা ও ব্রেক্সিট বাণিজ্য চুক্তির মতো মূল ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তেরেসা মে’র প্রতি এই আস্থা প্রকাশ করেছেন তারা। এ তিনটি ইস্যুতেই বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী মে। নতুন এই জরিপের এই তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। ওই জরিপটিতে রাজনীতিকদের কি সব বিষয়ে অগ্রাধিকার দিতে হবে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর মধ্যে ছিল স্বাস্থ্য  সেবা, অভিবাসন কমিয়ে আনা ও  ব্রেক্সিট পরবর্তী নতুন বাণিজ্য চুক্তি।

সর্বশেষ খবর