শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

৪২ অভিবাসীর প্রাণহানি

মিসরীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ৪২ জনের প্রাণহানি হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি বলছে, নৌকাটিতে প্রায় ৬০০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের কাফর আল-শেখ উপকূলে বুধবার নৌকাটি ডুবে যায়। নৌকাটি মিসর, সিরিয়া এবং আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের বহন করছিল বলে নিরাপত্তা সূত্রগুলো গণমাধ্যমকে  জানিয়েছে।

ব্যাপক বিমান হামলা

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে বুধবার রাতভর বিমান হামলার পর গতকালও  প্রচণ্ড লড়াই অব্যাহত ছিল। বিমান হামলার কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিরোধী পক্ষগুলো  বোমা নিক্ষেপের জন্য সিরীয় সরকার ও তার মিত্র রাশিয়াকে দায়ী করেছে। বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলায় দুই শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হন। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর