শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি

প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু বলেছে, হ্যাকাররা ২০১৪ সালে সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এ ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা বলে ধারণা করা হচ্ছে। ইয়াহু এক বিবৃতিতে বলেছে, হ্যাকাররা গ্রাহকের নাম, ই-মেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর ও পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য চুরি করেছে। তবে, ইয়াহু অ্যাকাউন্টের বিপরীতে করা কিংবা এর সঙ্গে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হ্যাকাররা চুরি করতে পারেনি। ইয়াহু বিশ্বাস করে, ২০১৪ সালে ওই হামলা রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল। গ্রাহকদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইন্টারনেট পোর্টালটি। বর্তমানে ইয়াহুর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০০ কোটি।

এ বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন ৪৮০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়। ভেরাইজোন বলছে, দুই দিন আগ পর্যন্তও তারা এ বিষয়ে কিছুই জানত না। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গত আগস্টে ‘পিস’ নামে পরিচিত একজন হ্যাকার ইয়াহুর ২০ কোটি ব্যবহারকারীর তথ্য বিক্রি করার চেষ্টা করলে প্রথমবারের মতো বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ইয়াহু বৃহস্পতিবার নিশ্চিত করেছে, এটা ধারণাতীত বৃহত্তম সাইবার হামলার ঘটনা।  বিবিসি।

সর্বশেষ খবর