শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভ চলছেই

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যার ঘটনা কেন্দ্র করে বিক্ষোভকারীরা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সেখানে চরম বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শার্লটের প্রধান একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। সূত্র জানায়, পুলিশ সেখানে কাঁদুনে গ্যাস নিক্ষেপের পর বিক্ষোভকারীরা পালিয়ে যান। এর আগে কয়েকশ বিক্ষোভকারী ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের কাছের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের একটি লেন অবরোধ করে রেখেছিলেন। মঙ্গলবার ৪৩ বছর বয়সী আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক কিথ ল্যামন্ট স্কটকে গুলি করে হত্যা করাকে কেন্দ্র করে সেখানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিবিসি।

সর্বশেষ খবর