শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

থাইল্যান্ডে তিন পুলিশ নিহত

থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে বোমা ও বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল ওই হামলার ঘটনা ঘটে। দক্ষিণের প্রদেশ ইয়ালায় ইসলামপন্থি জঙ্গিরা সক্রিয়। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের জনগণ বেশি হলেও ইয়ালা মুসলিম অধ্যুষিত। মাস খানেক আগেও থাইল্যান্ডের কয়েকটি পর্যটন শহরে ধারাবাহিক বোমা হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনা পর্যটকদের কাছে জনপ্রিয় দেশটিতে জঙ্গি উত্থানের ইঙ্গিত দিচ্ছিল। এর মধ্যেই নতুন করে আবার হামলা হলো। পুলিশের লেফটেন্যান্ট কর্নেল চামনান ভুটপাকদী রয়টার্সকে বলেন, ‘দুটি পিক-আপে করে পুলিশ সদস্যরা যাচ্ছিল। এএফপি।

এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় প্রথম পিক-আপটি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়। এর পর হামলাকারীরা দ্বিতীয় পিক-আপ লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।’

সর্বশেষ খবর