শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

১১৫ লাশ উদ্ধার

ভূমধ্যসাগরের মিসর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির বেহেইরা প্রদেশের গভর্নর মোহাম্মদ সুলতানের বরাত দিয়ে গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়। মিসরের সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নৌকাডুবির ঘটনার তিন দিনে শতাধিক শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার শরণার্থীবাহী নৌকাটি ডুবে যায়। এএফপি।

 

রাসায়নিক রকেট হামলা

ইরাকে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে আইএস যে রকেট হামলা চালিয়েছিল সেটি মাস্টার্ড গ্যাস বহন করছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরাকে আইএসের শক্তঘাঁটি মসুলের কাছে কায়ারা বিমানঘাঁটিতে চালানো ওই রকেট হামলায় কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, ইরাক ও সিরিয়ায় আইএস গোষ্ঠীর যেখানে শক্ত ঘাঁটি রয়েছে সেখানে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহার করছে।  বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর