রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সংকটে ২০ লাখ মানুষ

সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় তীব্র পানীয় জলের সংকটে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। জাতিসংঘ বলছে, পানির অভাবে থাকা মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গতকাল জানিয়েছে, সরকারবিরোধী বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলে শুক্রবারের ভয়াবহ হামলায় পাম্প স্টেশনের সংস্কারকাজ থেমে গেছে।  বিবিসি।

মৃতের সংখ্যা বেড়ে ৩০০

মিসরের উপকূলে বুধবার ৬০০ আরোহী নিয়ে   নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার কর্মকর্তারা নৌডুবির ঘটনায় ১৬০ জন জীবিত উদ্ধার ও ৩০০ মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, এখনো ১৫০ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ১০ নারী ও ১টি শিশু রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১১১ জন মিসরের নাগরিক। দ্য গার্ডিয়ান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর