সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শপিং মলে হামলায় তুর্কি যুবক আটক

শপিং মলে হামলায় তুর্কি যুবক আটক

ওয়াশিংটনের শপিং মলে গুলিচালনার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০ বছর বয়সী এক তরুণকে শনিবার গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম আরকান সেটিন। তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ওক হারবারে। শপিং মলের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের যে ছবি পাওয়া যায়, তার ভিত্তিতে কালো চুলের কালো হাফ শার্ট, শর্টস ও জুতো পরা সন্দেহভাজনের বেশ কয়েকটি ছবি শনিবার পুলিশ সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, কালো চুলের এক দীর্ঘদেহী তরুণ শুক্রবার রাতে বার্লিংটনের কাসকেড শপিং মলে ঢুকে একটি ডিপার্টমেন্ট স্টোরের সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কাসকেড শপিং মলে ওইগুলিচালনার ঘটনায় চার মহিলাসহ পাঁচজন প্রাণ হারান। পুলিশ জানায়, ওই তরুণের ফেসবুক পেজ থেকে জানা গেছে, তার বাড়ি দক্ষিণ তুরস্কের আদানায়। হাইস্কুলে পড়াশোনা করতে সেটিন এসেছিল ওক হারবারে। এএফপি

সর্বশেষ খবর